নানা সমালোচনার মুখে টিকটক এ্যাপস। এমন অবস্থায়ও টিকটক থেকে ভালো কিছু বেরিয়ে আসবে বলে আশা বাংলাদেশের টিকটক ব্যবহারকারীদের।
সরকারের নজরদারি বৃদ্ধি ও জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে নিবন্ধন ব্যবস্থা চালু করা গেলে টিকটক বাংলাদেশের জনপ্রিয় বিনোদন মাধ্যম হতে পারে বলে দাবি তাদের।
দেশের টিকটক ব্যবহারকারীদের সবচেয়ে বড় একটি দল ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজন করে এক মিলন মেলার।
যেখানে দেখা মেলে দেশের জনপ্রিয় টিকটক সেলিব্রিটিদের। এই প্রথমবারেরমত তাদের এমন আয়োজনের উদ্দেশ্য টিকটক ব্যবহারকারীদের সচেতন করা।
আগতদের মধ্যে সম্প্রতি যারা এই এ্যাপস ব্যবহার শুরু করেছেন তাদের সাথে কথা বলে জানা যায়। ইউজার হিসেবে ভালো-খারাপ দুই অভিজ্ঞতাই তাদের আছে।
সম্প্রতি এমন শর্ট ভিডিও এ্যাপ নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে সুস্থ বিনোদন তৈরির কথাও বলেন অনেকে।
আয়োজকদের দাবি সরকারের মনিটরিং ব্যবস্থা চালু করা গেলে টিকটক হতে পারে জনপ্রিয় বিনোদন মাধ্যম।
তবে ফেসবুক, ইউটিউব সহ হাজারো সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিড়ে শর্ট ভিডিও এ্যাপগুলো কি আদৌ নজরদারিতে আনা সম্ভব কি না, সেই প্রশ্ন এখনিও থেকেই যাচ্ছে।