নিখোঁজের ৫ দিন পর ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

0
1


পাবনা প্রতিনিধি:

নিখোঁজের ৫ দিন পর পাবনার চাটমোহর উপজেলার হরিপুরে ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইসমাইল খন্দকার (২৯) চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া এলাকার মৃত সানোয়ার খন্দকারের ছেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হরিপুরে নলগাড়ি বিলের একটি ভুট্টা ক্ষেতে স্থানীয় কয়েকজন কৃষক একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি বলেন, গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল ইসমাইল। মরদেহ উদ্ধারের খবরে নিখোঁজ ইসমাইল খন্দকারের স্ত্রী মাহমুদা খাতুন মরদেহটি তার স্বামীর বলে শনাক্ত করেন।

ইউএইচ/