পাকিস্তানের বালুচিস্তানে বোমা বিস্ফোরণে নিহত কমপক্ষে ৫

0
2


পাকিস্তানের বালুচিস্তানে জোরালো বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ জন প্রাণ হারালেন। গুরুতর দগ্ধ আরও ১৬ জন। খবর রয়টার্সের।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বারখান এলাকার ব্যস্ততম বাজার এলাকায় ঘটানো হয় বিস্ফোরণ। এখনো কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে সশস্ত্র সংগঠন ‘তেহরিক-ই-তালেবান বা টিটিপি’র দিকে সন্দেহের তীর।

পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে বোমাটি বাধা ছিল। রিমোট কন্ট্রোলের মাধ্যমে আততায়ী ঘটায় বিস্ফোরণ। যাতে, আশপাশের দোকানগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

চিকিৎসকদের আশঙ্কা, বাড়তে পারে প্রাণহানি। কারণ ৮ জনের অবস্থা সঙ্কটাপন্ন। তাদের উন্নত চিকিৎসার জন্য দেরা গাজী খান এলাকার হাসপাতালে পাঠানো হয়েছে।

এটিএম/