চলমান সহিংসতা হ্রাসে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন

0
1


চলমান সহিংসতা মোকাবেলায় সম্মত হলো ইসরায়েল ও ফিলিস্তিন। রোববার (২৬ ফেব্রুয়ারি) জর্ডানের মধ্যস্থতায় হওয়া বৈঠকে আসে যৌথ এ বিবৃতি। খবর আল অ্যারাবিয়ার।

তাতে ভূখণ্ডে ছড়িয়ে পড়া উত্তেজনা প্রশমনে উভয়পক্ষ কাজ করবে এমন প্রতিশ্রুতি আসে। একইসাথে মিসরীয় ও মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিতে নেতানিয়াহু প্রশাসন জানিয়েছে, আগামী ৬ মাস বন্ধ থাকবে নতুনভাবে দখলদারিত্ব প্রতিষ্ঠার কার্যক্রম। তাছাড়া সামনের চার মাস পরিকল্পনায় রাখা হবে না কোনো বসতি নির্মাণ প্রকল্প।

হামাস মুখপাত্র হাজেম কাসেম বলেন, ইহুদি দখলদারদের সাথে ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই বৈঠক ঘৃণাভরে প্রত্যাখান করছি। এ উদ্যোগ পশ্চিম তীর আর গাজা উপত্যকায় স্বাধীনতাকামীদের বিপ্লবকে ছোট করলো। বৈঠকের মাধ্যমে আরেকটি বিষয় স্পষ্ট হলো, গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন আঁতাত রয়েছে। সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ প্রতিনিধিরাই ছিলেন। যা জাতীয় ঐক্যের বিরোধী।

আগামী মাসে মিসরের ‘শাম আল শেখে’ বৈঠকে বসতে রাজি হয়েছে বিবাদমান উভয়পক্ষ। পবিত্র রমজান মাসে রক্তপাত এড়াতেই এ উদ্যোগ।

গেলো সপ্তাহে নাবলুসে চালানো ইসরায়েলি অভিযানে ১১ ফিলিস্তিনির মৃত্যুের পর ছড়ায় উত্তেজনা। ঐ গোলাগুলিতে আহত হন শতাধিক।

এটিএম/