যুক্তরাষ্ট্রে পাঁচ বছরের কম বয়সী শিশুদের দুটি টিকা নেয়ার অনুমোদন

0
0


ছবি: সংগৃহীত

পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য কোভিড প্রতিরোধে দুটি টিকা নেয়ার অনুমোদন দিলো মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা-এফডিএ।

শুক্রবার (১৭ জুন) সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে আসে এ ঘোষণা।

ঘোষণায় বলা হয়েছে, ৬ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের ওপর প্রয়োগ করা যাবে ফাইজার বায়োএনটেকের করোনা প্রতিরোধক টিকা। আর ৬ মাস থেকে ১৭ বছর বয়সীদের দেয়া যাবে মডার্নার টিকা। আগামী সপ্তাহেই শুরু হতে পারে শিশুদের ওপর টিকার প্রয়োগ।

হোয়াইট হাউস জানিয়েছে, টিকা কার্যক্রম শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংক্রামক রোগ নিয়ন্ত্রক সংস্থা-সিডিসি। জানা গেছে, শনিবার (১৮ জুন) এ সংক্রান্ত বৈঠকে অংশ নেবেন সিডিসির উপদেষ্টারা।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য গত অক্টোবরেই ফাইজারের টিকার অনুমোদন দেয়া হয়েছিল। তবে এ পর্যন্ত এই বয়সের মাত্র ২৯ শতাংশ শিশু টিকা নিয়েছে।

/এসএইচ