ঢল ও টানা বর্ষণে বিপদসীমার ৬৬ সেন্টিমিটার ওপরে ব্রহ্মপুত্রের পানি

0
0


ফাইল ছবি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৪ সে.মি. ও খোলাবাড়ী চর পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার অন্তত ১০টি ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকার ফসল।

এদিকে পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বকশিগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের নিম্নাঞ্চল।

/এসএইচ