নিরাপত্তা বাহিনীর দৃঢ়তায় বড় ধরনের ডাকাতির হাত থেকে রক্ষা পেলো চিলি। রাজধানী সান্তিয়াগোর বিমানবন্দরে ৩ কোটি ২৫ লাখ ডলার লুটের চেষ্টা করে ডাকাত দল। খবর আলজাজিরায়।
বুধবার (৮ মার্চ) এ ডাকাতি চেষ্টার ঘটনা ঘটে সান্তিয়াগোর আন্তর্জাতিক বিমানবন্দরে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি ব্যাংকের জন্য যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে ৩২ দশমিক ৫ মিলিয়ন ডলার আসে, লাটাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। এ টাকা লুট করতে ১০-১২ জনের একটি ডাকাতদল বিমানবন্দরের বিভিন্ন টার্মিনাল দিয়ে প্রবেশ করে। এ সময়, প্রতিরোধ গড়ে তোলে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা। বেশ কিছুক্ষণ চলে গোলাগুলি। এর মধ্যেই, কয়েকজন ডাকাত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় দুই সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, সান্তিয়াগো বিমানবন্দরে এর আগেও দুবার বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে।
/এসএইচ