মিয়ানমারে অভ্যুত্থানের পর ৩২টি গণহত্যা চালিয়েছে সামরিক জান্তা। এমন দাবি করেছে দেশটির বিদ্রোহীদের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্যের সরকার বা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। হত্যার পাশাপাশি অপহরণ এবং ধর্ষণের মতো বর্বর অপরাধও করেছে সামরিক বাহিনীর সদস্যরা, এমন দাবি এনইউজি’র। খবর দ্য ইরাবতীর।
এনইউজি মুখপাত্র জানান, জান্তা বাহিনী সর্বশেষ গণহত্যা ঘটিয়েছে সাগাইন অঞ্চলে। যা চলতি মাসের শুরুর দিকেই সংঘটিত হয়।
মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করেছে দুই বছরের বেশি সময় হয়ে গেছে। জাতিসংঘের হিসেবে এখন পর্যন্ত ২৪টি গণহত্যা চালিয়েছে সামরিক বাহিনীর সদস্যরা। তবে এনইউজি’র দাবি, এর চেয়েও বেশি গণহত্যা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।
এসজেড/