বজ্রাঘাতে বিভিন্ন জেলায় ৫ জন নিহত

0
2


প্রতীকী ছবি

দেশের বিভিন্ন জেলায় বজ্রাঘাতে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার (১১ অক্টোবর) সকালে নাটোর ও নওগাঁতে বজ্রপাতে দু’জন নিহত হয়। নিহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার আব্দুল মোমিন ও নওগাঁ জেলার আত্রাই উপজেলার রায়হান আলী।

পুলিশ জানায়, হালতিবিলে নৌকায় করে শামুক আনতে যান কয়েকজন। এ সময় তাৎক্ষণিক বজ্রপাতে মারা যান মোমিন। বাকিরা আহত হন। একই সময়ে হালতিবিল সংলগ্ন মরা আত্রাই নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয় রায়হান আলী নামের এক যুবক।

সন্ধ্যায় গাজীপুরের চিলাই বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজন নিহত হন। নেত্রকোণার বারহাট্টায় বজ্রপাতে মারা যান আরেকজন। এছাড়া, হবিগঞ্জে বজ্রাঘাতে একজন নিহত হয়েছে বলে জানা গেছে।

/এনকে