ছাত্রশিবির মানে বিনয়ী, সেরা সন্তান: শিবির সভাপতি 

0
4


সিনিয়র করেসপনডেন্ট, রংপুর: 

ছাত্রশিবির মানে সেরা বিনয়ী, সেরা সন্তান, সমাজের সুযোগ্য সন্তান, প্রতিষ্ঠানে সেরা স্টুডেন্ট বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) রংপুর অঞ্চল সাথী সমাবেশে তিনি একথা বলেন।

শিবির সভাপতি বলেন,  প্রতিটি সাথীকেই সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি হতে হবে। স্বৈরাচার পতনে রংপুরের শহীদ আবু সাইদ যে আত্মত্যাগ এর নজরানা পেশ করেছেন তা পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

 তিনি আরও জানান, ছাত্রশিবিরের প্রতিটি সাথীকে ছাত্র সমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান করতে হবে। সৎ এবং দক্ষ নেতৃত্ব তৈরিতে জ্ঞান অর্জন এর বিকল্প নেই বলে জানান শিবিরের এই সভাপতি। 

/এএস