দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন -পুলিশ সুপার

0
4

আমরা মৌলভীবাজারি ডেস্ক: করোনাভাইরাসের অজুহাত দিয়ে মৌলভীবাজার জেলার কিছু কিছু স্থানে অসাধু ও মুনাফাখোর ব্যবসায়ী বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। এসব মুনাফাখোরদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। এসব বিষয় নিয়ে অসাধু ব্যবসায়িদের হুঁশিয়ার করে শুক্রবার (২০ মার্চ) দুপুরে অফিসিয়াল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ (পিপিএম) বার।

তার স্ট্যাটাসটি নিম্নে হুবুহু তুলে ধরা হলোঃ

প্রিয় মৌলভীবাজারবাসী,
সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস সংক্রমন রোধে জেলা পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। যার মধ্যে সকল থানা এলাকায় জনগনের মধ্যে সচেতনতা তৈরীর লক্ষে মাইকিং, লিফলেট বিতরন সহ বিভিন্ন প্রচারনা চলমান রেখেছে। বিদেশ ফেরত প্রবাসী ভাই/বোনেরা যেন যথানিয়মে প্রাতিষ্ঠানিক/হোম কোয়ারেন্টাইনে অবস্থান করে সেটি পর্যবেক্ষন করা হচ্ছে।

তবে করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে একধরনের অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফালোভের আশায় চাল, ডাল, পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বৃদ্ধির পায়তারা করছে। এ বিষয়টি জেলা পুলিশের নজরে আসার সাথে সাথে জেলার সকল থানার অফিসার ইনচার্জদের নিত্যপন্যের মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যার প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পুলিশ সকল থানা এলাকায় বাজার মনিটরিং করছে। বাজার মনিটরিং করতে গিয়ে যৌক্তিক কোন কারণ ছাড়া কিছু পন্যের দাম বৃদ্ধি করায় অনেক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যেমে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। কোন অসাধু চক্র যেন সিন্ডিকেট তৈরী করে নিত্যপন্যের মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য জেলা পুলিশ ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ গ্রহন করবে। তবে ক্রেতা সাধারণের নিকট অনুরোধ আপনারা প্রয়োজনের বাইরে অহেতুক অতিরিক্ত পরিমান জিনিষপত্র ক্রয় থেকে বিরত থাকবেন। সকলের সম্মিলিত প্রয়াসে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ করতে পারব ইনশাল্লাহ।

পুলিশ সুপার, মৌলভীবাজার।