অভ্যন্তরীণ দুর্নীতি পুরোপুরি বন্ধ না হলেও আগের চেয়ে দুর্নীতি বাড়েনি বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ।
মঙ্গলবার (২১ মার্চ) সকালে সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, মানুষের আস্থা, বিশ্বাস অর্জনে কাজ করছে দুদক।
প্রতিবেদনে জানানো হয়, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দুদকের দায়ের করা মামলায় সাজা ও নিষ্পত্তির পরিমাণ বেড়েছে, কমেছে বিচারাধীন মামলার পরিমাণ।
প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সমালোচনার জবাবে দুদক চেয়ারম্যান ও কমিশনাররা জানান, আগের থেকে মামলা তদন্ত ও পরিচালনায় অনেক বেশি সক্ষম দুদক। বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে আইনি বাধ্যবাধকতায় দুদকের অনেক ক্ষেত্রে কিছুই করার থাকে না। মানুষের ভোগান্তি কমাতে ও আস্থা ফেরাতে তদন্তে সময় কমানোর চেষ্টা চলছে বলেও জানান কর্মকর্তারা।
ইউএইচ/