মাগুরায় বাস-ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

0
0


মাগুরা প্রতিনিধি:

মাগুরা-যশোর মহাসড়কের জাগলা বাজার এলাকায় সোহাগ পরিবহন ও ইট বোঝাই ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির চালক সজিব হোসেন (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসযাত্রীসহ ১৫ জন আহত হয়েছে।

আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সজিব মাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

মাগুরা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আলী সাজ্জাদ জানান, সকাল ৯টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের জাগলা নামক স্থানে যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ইট বোঝাই ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, এ সংঘর্ষে সজিব, সাইফুল, সাইফুল ইসলাম, মিলন মিয়া, শারমিন সুলতানা, মোশারফ হোসেন, জরিনা, হাজেরা, মোহম্মদ আলীসহ ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সজিব হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে। নিহত সজিবের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ইউএইচ/