রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

0
0


প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে থাকা অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরও ৩ যাত্রী। মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলার ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন সেতুর উপরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে কুড়িল বিশ্বরোড থেকে যাত্রী নিয়ে একটি প্রাইভেটকার ভুলতা যাবার পথে কাঞ্চন সেতুর উপরে পৌঁছুলে পেছন থেকে একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-০৯৫০) সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় প্রাইভেটকারটি। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। এ সময় আহত হন চালকসহ আরও ৩ জন।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই শফিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় নিহতের লাশ ও আহতদের উদ্ধার করেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক শাকিল মিয়াকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটিও।

এএআর/