আওয়ামী লীগ মুখে ১৪ দলের কথা বললেও কর্মকাণ্ডে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে: মেনন

0
4


রাশেদ খান মেনন। ফাইল ছবি

রাজশাহী ব্যুরো:

আওয়ামী লীগ ১৪ দলকে বাদ দিয়ে এককভাবে বিএনপি-জামাতকে মোকাবেলা করার চিন্তা করলে তারা ভুল করছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আওয়ামী লীগ মুখে ১৪ দলের কথা বললেও কর্মকাণ্ডে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জনগণের দুর্ভোগ নিরসন ও অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত দলটির বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দেশে এগিয়ে যাচ্ছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। অবকাঠামো দিক থেকে উন্নত হচ্ছে কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের উন্নতি হচ্ছে না। মানুষকে রেশনের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। একটি শ্রেণি দেশকে কুক্ষিগত করে রেখেছে। দেশে যেমন উন্নয়ন হয়েছে তেমন বৈষম্য বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। এখন পর্যন্ত দেশ থেকে ছিয়াত্তর হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

এনবি/