একটানা ৪০ মসজিদে নামাজ আদায় করে পুরস্কার হিসেবে বাইসাইকেল পেল ১৭ শিশু। পাশাপাশি তাদের প্রত্যেককে দেয়া হয়েছে একটি করে জায়নামাজ।
২৫ (ফেব্রুয়ারি) মানিকগঞ্জের সাটুরিয়ার সাইফুল্লী ঈদগাহ মাঠে মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন। উদ্বোধক ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসাইন রাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সুকুমার বিশ্বাস, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ জনাব সুকুমার বিশ্বাস, দড়গ্রাম ইউপি চেয়ারম্যান জনাব আলীনুর বকস, দিঘলীয়ার ইউপি চেয়ারম্যান জনাব সফিউল আলম জুয়েল।
এটিএম/