শতভাগ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌছে দিতে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য গ্রাহকদের নতুন মূল্য মেনে নেয়ার আহবান জানান তিনি।
শুক্রবার বিকেলে রাজধানীর হাতিরপুলে শহীদ সেলিম, দেলোয়ার হোসেনের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
দিল্লির সহিংসতা প্রসঙ্গে মন্ত্রী বলেন এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য দেশটির সরকারের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন মুজিব বর্ষে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ না জানানোও অকৃতজ্ঞতার পরিচয় হতো।
বিদ্যুতের দাম বাড়ানোর ব্যাপারে তিনি সভায় জানান, বিদ্যুৎ গ্রাহকের কাছে আরো সহজতর ও সহজলভ্য করার জন্য সাময়িক ভাবে একটু মূল্য় বৃদ্ধি করা হচ্ছে। তিনি এই বিষয়ে আশাবাদী যে জনগণ এটি মেনে নিবে। এতে বিদ্যুতের সরবরাহে আর কোনো ঘাটতি হবে না বলেও জানান তিনি।
দিল্লি তে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৪২; থমথমে অবস্থা
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari