মাত্র আট মাসের ব্যবধানে আবারো পানির দাম বাড়ালো ওয়াসা

0
10
পানির দাম

মাত্র আট মাসের ব্যবধানে আবারো বাড়লো পানির দাম। আগামী এপ্রিল মাস থেকে ঢাকার ওয়াসার গ্রাহকদেরকে আগের চেয়ে ২৫ শতাংশ বেশি দামে পানি কিনতে হবে।
এতে আরেক দফা বাড়বে জীবন যাত্রার ব্যয়। এর আগে গত বছরের জুলাই মাসে পানির দাম বাড়ানো হয়েছিলো।
২০০৯ সালে আবাসিক গ্রাহকদের জন্য ইউনিট প্রতি মানে ১০০০ লিটার পানির দাম ছিলো ৫ টাকা ৭৫ পয়সা।
আগামী এপ্রিল থেকে তা হচ্ছে ২০ টাকা।

ওয়াসার আইন অনুযায়ী সংস্থাটি প্রতি বছর পাঁচ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদন নিয়ে এবার পানির দাম পঁচিশ শতাংশ বাড়ানো হয়েছে।

ওয়াসার তথ্যমতে গত আট মাসের মধ্যে দুই দফা পানির দাম বাড়ালো ঢাকা ওয়াসা। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত প্রায় ১২ বছরের মধ্যে ১৩ বার পানির দাম বেড়েছে। ঢাকা ওয়াসার দাবি বর্তমানে যে হারে দাম বাড়ানো হয়েছে তা উৎপাদন খরচের তুলনায় অনেক কম। বর্তমানে ওয়াসার পানি উৎপাদন ক্ষমতা ২০৭ কোটি লিটার। আর চাহিদা রয়েছে ২৩৫ কোটি থেকে ২৪০ কোটি লিটার।


বিদ্যুৎ এর দাম বাড়লো আবার


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari