শ্রীমঙ্গলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রাইজ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বুধবার রাত ৮টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খাঁন বাজারস্থ সাউথ বালিশিরা কেজি স্কুল মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলাটি হুসনাবাদ পানপুঞ্জি বনাম নোয়াগাঁও লালসবুজ স্পোর্টিং ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ১-০ গোলে হুসনাবাদ পানপুঞ্জি বিজয়ী হয়। আনন্দ ও উৎসব মুখর পরিবেশে ম্যাচটি সম্পন্ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ী দলের বিল ক্লিনটন কে ম্যান অব দা মেচ ক্রেস্ট তুলে দেন সাউথ বালিশিরা কেজি স্কুলের প্রতিষ্টাতা জনাব ডা. মো. একরামুল কবীর।
শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোশাহীদ চৌধুরীর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ বালিশিরা কেজি স্কুলের অধ্যক্ষ মো.জসিম উদ্দিন, সিন্দুর খান ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মো রুকন উদ্দিন, মোশাহিদ হোসেন মাখন।
খেলা পরিচালনায় ছিলেন মো.জসীম উদ্দীন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবেদ, কামরুল, রুবেল চাষা, আল-আমীন, প্রমুখ।