স্বাস্থের চরম অবনতি হওয়ায় মানবিক দিক বিবেচনায় এনে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তার বোন বেগম সেলিমা ইসলাম। তিনি বলেন, তার বর্তমান চিকিৎসায় উন্নত চিকিৎসার বিকল্প নেই। সেজন্যই বিএনপি নেত্রীর মুক্তি প্রয়োজন।
বেগম জিয়ার যে চিকিৎসা প্রয়োজন
বিএসএমএমইউ তে তা হচ্ছে না জানিয়ে সেলিমা ইসলাম দাবি করেন সেখানকার চিকিৎসকরা তার স্বাস্থ নিয়ে সত্য বলছেন না। বিকেলে বেগম জিয়ার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন মেজো বোন সেলিমা ইসলাম।
প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার বিকাল সোয়া তিনটার দিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে বিএসএমএমইউ তে আসেন তার পরিবারের পাঁচ সদস্য। মেজো ফোন সেলিমা ইসলাম ও ভাই সাঈদ ইস্কানদরের স্ত্রী কানিজ ফাতেমা সহ পরিবারের তিন সদস্য দেখা করেন বেগম জিয়ার সঙ্গে।
প্রায় দেড় ঘন্টা ভিতরে অবস্থানের পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হতেই বোন সেলিমা ইসলাম দাবি করেন আগের থেকে অনেক অবনতি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারিরীক অবস্থার।
তিনি জানান, বেগম জিয়ার বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে ও ডান হাতটাও ধীরে ধীরে বেঁকে যাচ্ছে। খেতে পারছেন না। খেলেই বমি করে ফেলছেন। সারা শরীরে তীব্র জ্বর।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ে বেগম জিয়ার চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সেলিমা ইসলাম বলেন উন্নত চিকিৎসার জন্য মানবিক বিবেচনায় বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দেয়া উচিত।
দুর্নীতি মামলায় দন্ডিত বেগম খালেদা জিয়া দীর্ঘদিন শারিরীক নানা সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে বেশ কয়েকবার তাঁর উন্নত চিকিৎসার জন্য মুক্তি দাবি করে বিএনপি ও তার পরিবার।