গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে জি এম কাদেরের প্রশ্ন

0
0


জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

পিলখানা ট্রাজেডির আগে দেশের গোয়েন্দা সংস্থাগুলো কি কিছু জানতো? জানলে কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা- এমন প্রশ্ন তুলছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পার্টির দলীয় নেতাকর্মীদের নিয়ে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানান জি এম কাদের। এ সময় দোয়া ও মোনাজাত করেন তারা। জি এম কাদের বলেন, ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক দিন। দ্রুত বিচার শেষ করার দাবিও জানান তিনি।

জি এম কাদের বলেন, শহীদ পরিবারগুলো যেন অন্ততপক্ষে এই নৃশংস হত্যাকাণ্ডের যথাযথ বিচার পেয়ে সন্তুষ্ট হতে পারে; সরকার সে ব্যাপারে দৃষ্টি দেবেন বলে আশা করছি। আর, এই যে বড় একটি ঘটনা ঘটে গেলো আর আগে থেকে কিছুই জানা গেলো না, বিষয়টি অস্বাভাবিক।

আরও পড়ুন: এই ঘটনা দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র; বিডিআর বিদ্রোহ নিয়ে ফখরুল

/এম ই