রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ অপহরণ চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আরএমপির ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি) আল মামুন।
তিনি জানান, রাজশাহী নগরীর হেঁতেম খা এলাকার একটি দ্বিতল বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ চক্রটি রাজশাহীসহ বিভিন্ন এলাকায় পেশাজীবী ও ব্যবসায়ীদের অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ দাবি করতো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় একটি অপহরণ ও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এএআর/