এই ঘটনা দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র; বিডিআর বিদ্রোহ নিয়ে ফখরুল

0
2


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিআর বিদ্রোহে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নৃশংস ঘটনা দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী কবরস্থানে শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা। শ্রদ্ধা জানানো শেষে ফখরুল বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনা এই দেশ এবং স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশ সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দিতেই এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিলে বলে দাবি করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, এই ঘটনার তদন্ত যেভাবে হওয়া উচিত ছিল, দুর্ভাগ্যজনকভাবে সে রকম হয়নি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের গর্ব সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দেয়াই ছিল মূলত এই নৃশংস হামলার উদ্দেশ্য। প্রকৃত অপরাধীদের এবং, এর পেছনে যারা ছিলেন তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসার জন্য যে তদন্ত প্রক্রিয়া হওয়া উচিত ছিল, দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে তা সংগঠিত হয়নি।

আরও পড়ুন: বিএনপির পরিচয় হচ্ছে মিথ্যা আর হত্যার রাজনীতি: আইনমন্ত্রী

/এম ই