শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের মোট ১০৫ কেন্দ্রের মধ্যে ১০১ কেন্দ্রের ফলাফল এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। বাকি আছে আর মাত্র ৪ কেন্দ্রের ফলাফল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৪৭ হাজার ৮৬৩। অপরদিকে মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৮ হাজার ৪৯২ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ১৪২ ভোট।
এর আগে, বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রথম দিকে উপস্থিতি বেশি থাকলেও বৃষ্টির কারণে কিছুটা কমে ভোটার সংখ্যা। কোনো কোনো কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। তবে ইভিএমে ভোট দিতে গিয়ে ধীরগতির অভিযোগ করেন কেউ কেউ। বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়ে প্রার্থীরাও একই কথা বলেন।
এবার কুমিল্লা সিটি নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ আর হিজড়া ভোটার ২ জন।
এবারের নির্বাচনে মেয়র পদে ৫, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী হয়েছেন। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডেই ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।
ইউএইচ/