ফলাফল ঘিরে রিফাত ও সাক্কুর সমর্থকদের মধ্যে উত্তেজনা

0
1


কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফলাফল ঘিরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর সমর্থকদের মধ্য তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৫ জুন) রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এই উত্তেজনার সৃষ্টি হয়।

তখন পর্যন্ত নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ১০১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৪৭ হাজার ৮৬৩। অপরদিকে মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৮ হাজার ৪৯২ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ১৪২ ভোট।