ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজে পদ্মা সেতুর নাম

0
1


ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর নামে নামকরণ করা হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের। আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন’।

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতুর। বিশ্ব দরবারে যার পটভূমি তুলে ধরতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে এই সেতুর নামে। অফিসিয়াল লোগোতেও ঠাঁই পেয়েছে পদ্মা সেতুর চিত্র।

বৃহস্পতিবার (১৬ জুন) থেকে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্টের পরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি। ২ ও ৩ জুলাই প্রথম দুইটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ডোমিনিকায়। আর শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে গায়ানায়। সবগুলো টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়। আর ওয়ানডের ম্যাচগুলো মাঠে গড়াবে ১০, ১৩ ও ১৬ জুলাই। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে গায়ানায়। এই ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

জেডআই/