বর্ষপূর্তিতে কিয়েভকে বিপুল সামরিক সহায়তার ঘোষণা মিত্রদের

0
2


যুদ্ধের বর্ষপূর্তিতে কিয়েভকে আরও চারটি লেপার্ড টু ট্যাংক দিয়েছে পোল্যান্ড।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে মিত্রদের কাছ থেকে একের পর এক সুখবর পেয়েছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ নতুন করে কিয়েভকে আরও সমরাস্ত্র সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া, বর্ষপূর্তির দিনই কিয়েভে পৌঁছেছে পোল্যান্ডের চারটি লেপার্ড টু ট্যাংক। এদিকে, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ইস্কান্দার মিসাইল সিস্টেম মোতায়েনের ভিডিও প্রকাশ করেছে। ফলে, এ যুদ্ধকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। খবর রয়টার্সের।

দ্বিতীয় বর্ষে, রাশিয়ার বিপক্ষে নতুন উদ্যমে লড়াইয়ের রসদ পাচ্ছে ইউক্রেন। যুদ্ধের বর্ষপূর্তির দিনই কিয়েভে চারটি লেপার্ট টু ট্যাংক পাঠিয়েছে পোল্যান্ড। শিগগিরই আরও অন্তত অর্ধশতাধিক ট্যাংক পাঠানোর ঘোষণা দেশটির। লেপার্ড টু ছাড়াও কিয়েভকে তারা দেবে পিটি৯১ ট্যাংক।

পোল্যান্ডের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী মারিউজ ব্লাসজ্যাক এ প্রসঙ্গে বলেন, এরইমধ্যে ইউক্রেনে পোল্যান্ডের লেপার্ড টু পৌঁছে গেছে। ইউক্রেনের সৈন্যরাও এখন প্রস্তুত। পোল্যান্ড, কানাডা ও নরওয়ের প্রশিক্ষকরা তাদের লেপার্ড টু চালানোর প্রশিক্ষণ দিয়েছে।

সংঘাতের বর্ষপূর্তিতে কিয়েভকে নতুন করে বিপুল সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আর জার্মানিও। আরও দুই বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে পেন্টাগন। প্যাকেজে থাকবে বিপুল গোলাবারুদ, বিভিন্ন ধরনের উচ্চ প্রযুক্তির ড্রোন। জার্মানির ১৪টি লেপার্ট টু এ৬ যুদ্ধ ট্যাংক দেয়ার কথা থাকলেও এখন তা বাড়িয়ে ১৮টি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইউক্রেনের জন্য নতুন সামরিক প্যাকেজের ঘোষণা দিয়েছে সুইডেনও। মোট ১০টি লেপার্ড টু ট্যাংক ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে দেশটি। ন্যাটোর বাইরে জেলেনস্কির সেনারা সবচেয়ে বেশি সামরিক সহায়তা পেয়েছে অস্ট্রেলিয়া থেকে। সেই অস্ট্রেলিয়া এবার নতুন করে আরও ড্রোন দেবে কিয়েভকে। ইউক্রেনের নিরাপত্তা জোরদারে ৩২ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তার সিদ্ধান্ত কানাডার। এদিকে, মিত্রদের যুদ্ধ বিমান সরবরাহের বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছে ডেনমার্ক।

উত্তেজনায় ঘি ঢেলেছে পুতিন ঘনিষ্ঠ বেলারুশও। ইসকান্দার মিসাইল সিস্টেম মোতায়েনের ভিডিও প্রকাশ করেছে লুকাশেঙ্কো প্রশাসন। দীর্ঘদিন ধরে, বেলারুশকে রাশিয়ার পক্ষে যুদ্ধে সক্রিয় হওয়ার চাপ দিচ্ছে ক্রেমলিন। রুশ সেনাদের নিজ ভূখণ্ড ব্যবহার করতে দিলেও, এখন পর্যন্ত সরাসরি অংশগ্রহণ করেনি বেলারুশ সৈন্যরা।

/এসএইচ