চীনে কমেই চলেছে মূল্যস্ফীতি, অর্থনীতিতে নতুন শঙ্কা

0
0


চীনে ভোক্তা মূল্যস্ফীতির হার গত ডিসেম্বরে নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এর ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে মূল্যসংকোচন নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ডিসেম্বরে বার্ষিক ভিত্তিতে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) মাত্র ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি টানা চতুর্থ মাসের মতো নিম্নমুখী প্রবণতা ধরে রেখেছে। এর আগে, গত নভেম্বরে সিপিআই বেড়েছিল ০.২ শতাংশ।

এছাড়া, ২০২৪ সালের সম্পূর্ণ বছরে ভোক্তা মূল্যসূচক মাত্র ০.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের সমান এবং চীনের সরকার নির্ধারিত ৩ শতাংশ লক্ষ্যমাত্রার অনেক নিচে।

খাদ্যমূল্যে পতনের প্রভাব

চীনে মাসিক হিসাবে গত ডিসেম্বরে সিপিআই অপরিবর্তিত ছিল, যা নভেম্বরে ০.৬ শতাংশের পতনের সঙ্গে মিল রেখেছে। খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়াই মূল্যসূচকের ওপর সবচেয়ে বড় প্রভাব ফেলেছে। তবে খাদ্য ও জ্বালানির মতো অস্থির পণ্য বাদ দিয়ে মূল মূল্যস্ফীতি সামান্য বেড়ে ডিসেম্বরে ০.৪ শতাংশে পৌঁছেছে, যা নভেম্বরে ছিল ০.৩ শতাংশ।

আরও পড়ুন>>

পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের সভাপতি ও প্রধান অর্থনীতিবিদ ঝাং ঝিউই বলেন, মূল্যসংকোচনের চাপ দীর্ঘস্থায়ী। সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য স্থিতিশীল হলেও ভোক্তা মূল্য বৃদ্ধির জন্য পর্যাপ্ত গতি তৈরি হয়নি।

বৈশ্বিক প্রভাব ও প্রণোদনা

চীনে সম্ভাব্য মূল্যসংকোচনের সংকট দেশটির সুদের হারকে নতুন নিম্ন পর্যায়ে নিয়ে গেছে। দেশটি এরই মধ্যে অর্থনৈতিক মন্দা ঠেকাতে বেশ কয়েকটি প্রণোদনা পদক্ষেপ গ্রহণ করেছে। তবে নভেম্বরে খুচরা বিক্রি, স্থায়ী সম্পদ বিনিয়োগ এবং ডিসেম্বরে উৎপাদন খাতে সম্প্রসারণ প্রত্যাশার তুলনায় দুর্বল ছিল।

এছাড়া, নতুন চ্যালেঞ্জ হিসেবে আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ট্রাম্প এরই মধ্যে চীনা পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন।

এ অবস্থায় চীন সাম্প্রতিক মাসগুলোতে অভ্যন্তরীণ ভোগ বাড়ানোর ওপর জোর দিচ্ছে। গত সোমবার দেশটির কেন্দ্রীয় সরকার ভোক্তা পণ্য বিনিময় কর্মসূচি সম্প্রসারণ করেছে, যাতে আরও বেশি পণ্য অন্তর্ভুক্ত করা হয়।

পিনপয়েন্টের ঝাং বলেন, সরকারি ভর্তুকির পরিকল্পনা ইতিবাচক। তবে সম্পত্তি খাতের মন্দা শেষ না হওয়া পর্যন্ত ভোক্তাদের আস্থা পুরোপুরি ফিরে আসবে না। মূল্যস্ফীতির ভবিষ্যৎ নির্ভর করছে আর্থিক নীতির সঠিক প্রয়োগের ওপর।

সূত্র: নিক্কেই এশিয়া
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।