চাঁদপুর প্রতিনিধি:
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার শহরতলী প্রিমিয়াম ইকো ব্লকস লিমিটেডের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগে যে জমিতে এক ফসল হতো এখন সে জমিতে তিন ফসল হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে গবেষণার কারণেই আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। পরিবেশের প্রতি যত্ন নেয়া আমাদের সকলেরই উচিত। তাই পরিবেশবান্ধব ব্লকের মাধ্যমে ভবন নির্মাণ হলে আমাদের কৃষি জমি নষ্ট হবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসআই/