সানরাইজার্স হায়দ্রবাদের নেতৃত্বে মার্করাম

0
1


ছবি: সংগৃহীত

নিলামে মায়াঙ্ক আগারওয়ালকে নেয়ার পর অনেকেই মনে করেছিলেন যে, সানরাইজার্স হায়দ্রবাদ তাকেই অধিনায়ক করবে। এর আগে পাঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন মায়াঙ্ক। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ২০২৩ আইপিএলে দক্ষিণ আফ্রিকার ব্যাটার এইডেন মার্করামের ওপর অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী মাস থেকেই মাঠে গড়াবে আইপিএল। আসরকে সামনে রেখে ইতোমধ্যেই দল সাজানো শেষ ফ্র্যাঞ্চাইজিগুলোর। এবার একে একে অধিনায়কের নামও ঘোষণা করছে তারা। সবশেষ আসরে হায়দ্রবাদকে নেতৃত্ব দিয়েছিলেন কেন উইলিয়ামসন। এবার প্রোটিয়া ক্রিকেটার এইডেন মার্করামকে বেছে নিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) হায়দ্রবাদ এক টুইট বার্তায় জানায়, ২০২৩ আইপিএলে তাদের নতুন অধিনায়ক হলেন এইডেন মার্করাম।

মার্করাম ২০২২ সালের আইপিএলে ৪০.৫৪ গড়ে এবং ১৩৯ স্ট্রাইক রেটে মোট ৩৮১ রান করেছিলেন। সব মিলিয়ে বলা যেতেই পারে, গত মৌসুমে বেশ সফল ছিলেন তিনি। সেটাকে মাথায় রেখেই তাকে এই গুরুদায়িত্ব দেয়া হয়েছে। এই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের হাত ধরেই তারা এবার ট্রফি জিতে নেয়ার স্বপ্ন বুনছে।

সানরাইজার্স হায়দ্রবাদে এবারই প্রথম অধিনায়ক হলেও সানরাইজার্সের আরেক দলের অধিনায়ক ছিলেন মার্করাম। সানরাইজার্স ইস্টার্ন কেপকে এসএ২০ এর প্রথম আসরে শিরোপা জিতিয়েছেন মার্করাম। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। টুর্নামেন্ট জুড়ে ৩৬৬ রান করার পাশাপাশি ১১ উইকেট শিকার করে সানরাইজার্স ইস্টার্ন কেপের অধিনায়ক এইডেন মার্করাম হয়েছেন টুর্নামেন্ট সেরা।

/আরআইএম