৪২ বছর বয়সে টি-টোয়েন্টিতে ফিরছেন ইংলিশ তারকা!

0
0


টি-টোয়েন্টিকে ভাবা হয় তরুণদের খেলা। কিন্তু জেমস অ্যান্ডারসনের যেন তাতে থোড়াই কেয়ার। ৪২ বছর বয়সে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন ইংলিশ এই পেসার।

অ্যান্ডারসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময়ই বলেছিলেন, ঘরোয়া ক্রিকেট তিনি চালিয়ে যাবেন। এবার নিজের পুরনো কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি বৃদ্ধি করলেন টেস্টে ৭০৪টি উইকেটের মালিক। তিনি আরও এক বছর ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবেন। ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট প্রতিযোগিতাতেও দেখা যাবে তাকে।

ইংল্যান্ডের এই তারকা পেসার জাতীয় দলের জার্সিতে অবসর নেওয়ার পর থেকে তেমন প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি। ২৪ বছর আগে ২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের জার্সিতে অভিষেক হয়েছিল জিমির।

ল্যাঙ্কাশায়ারের পক্ষ থেকেএক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, জিমি অ্যান্ডারসন তাদের সঙ্গে পুরো মৌসুমের জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন। আর জিমি এই সিদ্ধান্তন নেওয়ায় তারা আপ্লুত।

গত বছরের জুন মাসে ল্যাঙ্কাশায়ারের সাদা জার্সিতে নটিংহ্যামশায়ারের বিপক্ষে সাউথপোর্টে সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা পারফরম্যান্স দেন জিমি। ৩৫ রানে তুলে নেন ৭ উইকেট। এক দশক পর আবার সেই দলের হয়েই টি-টোয়েন্টিতেও প্রত্যাবর্তন হবে তার।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।