যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে সহিংসতায় প্রাণ গেল এক পুলিশ সদস্যের। এ নিয়ে বুধবার রাতে সংঘাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ জনে।
ট্রাম্প সমর্থকদের ঠেকাতে গিয়ে আহত হন বেন সিকমিক নামের ওই পুলিশ কর্মকর্তা। কংগ্রেসে তান্ডবের পর এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
ওয়াশিংটন জুড়ে ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ নেয়া পর্যন্ত বাড়ানো হয়েছে জরুরি অবস্থার মেয়াদ। বাড়ানো হয়েছে কমান্ডো পুলিশ সহ, সোয়াট ও ন্যাশনাল গার্ড সদস্যের সংখ্যা।
কংগ্রেসের ভিতরে ভাংচুর এবং লুটপাটের নতন ফুটেজও প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ওয়াশিংটনের মেয়র জানিয়েছেন ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় ৬৮ জনকে গ্রেফতার করেছে ওয়াশিংটন পুলিশ।
হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর কোনো ঘাফিলতি ছিল কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন প্রশাসন।