নিজেদের ব্যবহারের পর ভ্যাকসিন রপ্তানি করবে ভারত | India Vaccine

0
2
India Vaccine

ভ্যাকসিন রপ্তানিতে কোনো বাধা নেই। আগে নিজেদের চাহিদা মিটিয়ে তারপর রপ্তানি করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দ্রাবোইস্বামী।

দুপুরে সচিবালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। বলেন ভ্যাকসিন উৎপাদন কেবল শুরু হয়েছে। ভারত সরকার ভ্যাকসিন শুধু জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এখনই সুনির্দিষ্ট ভাবে বলা যাচ্ছে না কবে বাংলাদেশ ভ্যাকসিন পাবে।

ভারতীয় হাইকমিশনার জানান, নিজেদের ব্যবহারের পর সেরাম কতটা ভ্যাকসিন উৎপাদন করতে পারে তার উপর নির্ভর করছে রপ্তানি। তিনি জানান, ভারতে উৎপাদিত ভ্যাকসিন বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রগুলো গুরুত্ব পাবে।


আরো পড়ুনঃ ৭ কোটি টাকা অর্থ লোপাটের অভিযোগ সিইসি’সহ ৫ জনের বিরুদ্ধে

আমাদের সাথে সংযুক্ত থাকুন ফেইসবুকেঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari