স্থায়ীভাবে বাতিল হয়ে গেলো ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। এক বিবৃতিতে এই তথ্য জানায় টুইটার কর্তৃপক্ষ।
বলা হয় বারবার সতর্ক বার্তা দেয়ার পরও নিয়ম ভঙ্গ করায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে উস্কানিমূলক বার্তা পোস্ট করায় ১২ ঘন্টার জন্য তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় টুইটার কর্তৃপক্ষ। তখনই বলা হয় ফের নিয়ম ভঙ্গ করলে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে অ্যাকাউন্টটি।
এর আগে ফেইসবুকের সিইও মার্ক জুকারবার্গ জানান ২০ জানুয়ারি জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান পর্যন্ত বন্ধ থাকবে ট্রামপের ফেইসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট। মূলত ডোনাল্ড ট্রাম্পের বিদ্বেষপূর্ণ পোস্টের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।
আরো পড়ুনঃ ট্রাম্প সমর্থকদের হামলা ঠেকাতে গিয়ে প্রাণ দিলেন পুলিশ সদস্য | USA Congress