ভারতে কৃষকদের বিক্ষোভের মুখে তিনটি বিতর্কিত কৃষি আইন সংশোধন করতে প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার । কিন্তু এই তিনআইন বাতিলের দাবিতে আন্দেলন থেকে সরে দাড়াতে অনঢ় রয়েছেন কৃষকরা ।
বৃহস্পতিবার কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসে সরকার । তবে বৈঠকে সাত ঘণ্টা ধরে আলোচনার পরেও সমাধান আসেনি । দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির সময় সরকারের দেওয়া খাবার খেতেও অস্বীকার করেন কৃষক নেতারা । আবার ও শনিবার বৈঠকে বসবে উভয়পক্ষ ।
গত ছয় বছরের মধ্যে এই প্রথম ভারতে কোনও আন্দোলন সরকারকে রীতিমতো চাপে ফেলেছে । দেশটির কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং জানিয়েছেন , সরকার কৃষকদের আরও আইনি অধিকার দেবে ।
তবে কৃষক নেতারা জানিয়েছেন , তাদের আর আলোচনা করার কিছু নেই । সরকার আইন বাতিল না করলে আন্দোলন চালিয়েযাবে তারা ।