ভারতের গুজরাটে মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটে দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঙ্গরাজ্যের আম্রেলি জেলায় এই ভূকম্পন অনুভূত হয়। খবর ইন্ডিয়া টুডে’র।
রিকটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৪। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ১ দিনে তিনবার কেঁপে উঠলো গুজরাট।
এর আগে এদিন সকাল ৯টা ৬ মিনিটে আম্রেলি জেলায় ভূমিকম্প আঘাত হানে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ১। এরও আগে একই দিন ভোরে সেখানে ভূকম্পন অনুভূত হয়। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ৪।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভারতীয় ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চের (আইএসআর) এক কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন।
/এনএএস