সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে রাজধানীতে বিএনপির অবস্থান কর্মসূচি

0
4


সরকারের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে রাজধানীসহ জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি।

শনিবার (১ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালন করছে দলটি। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেন। দলের শীর্ষনেতারাও যোগ দিয়েছেন কর্মসূচিতে। তারা বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে সরকার দেশের সব স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। ভোটসহ জনগণের মৌলিক অধিকার ফেরাতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান নেতারা। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিরোধী জোটগুলোও একই কর্মসূচি পালন করছে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে তামাশা করা ভুল নয়, ফৌজদারি অপরাধ: ওবায়দুল কাদের

/এম ই