র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, দেশের জনগণের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক পর্যায়ে এসেছে। আমরা দৃঢ় বিশ্বাস করি যে, অন্যবারের তুলনায় এবার দুর্গাপূজা অত্যন্ত ভালোভাবে উদযাপিত হবে।
আজ বুধবার (৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বনানী পূজামণ্ডপে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে র্যাব মহাপরিচালক বলেন, র্যাবের ১২টি ব্যাটালিয়ন স্থানীয় পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। এবার বিশেষভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরাও মোতায়েন আছে। আগের চেয়ে এবারের পরিবেশ অত্যন্ত ভালো হবে বলে আমরা আশা করছি।
শহিদুর রহমান বলেন, মানুষকে গুজব থেকে বাঁচাতে সাইবার সেল মনিটরিং করছে। কেউ গুজব ছড়ালে ব্যবস্থা নেয়া হবে। চ্যালেঞ্জ নিচ্ছি, দুর্গাপূজায় কোনো বিশৃঙ্খলা হবে না। সুযোগ পাবে না দুষ্কৃতকারীরা। এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে সন্ত্রাসীদের। জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ চেষ্টায় আনন্দের সঙ্গে পূজা উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন র্যাব মহাপরিচালক।
/এএম