অনলাইন গেমস পাবজি ও ফ্রি ফায়ার তিন মাসের জন্য বন্ধ || Pubg _ Free Fire baned

0
10

ক্ষতিকর অনলাইন গেম পাবজি ও ফ্রি ফায়ার বন্ধের কার্যক্রম শুরু করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি । আজ থেকেই তিনমাসের জন্য এই অনলাইন গেমগুলো বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ।

তিনি জানান , হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী রুলের বিভিন্ন পক্ষ ও মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে , শিশু – কিশোরদের জন্য ক্ষতিকর অনলাইন গেমের তালিকা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে । তবে আপাতত শুধু পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ হচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ।

এর আগে গত ১৬ আগস্ট দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি ও ফ্রি ফায়ারসহ ক্ষতিকর অনলাইন গেমগুলো বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট ।

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানির পর , বিচারপতি মো . মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো . কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন ।