কনার ডিভোর্সের পোস্ট, ন্যান্সি বললেন শেয়াল রানির বাণী

0
0


বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। বুধবার রাত ১১টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।

এরপর রাত ১২টার দিকে আরেক সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সিও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্ট নিয়ে চলছে আলোচনা। অনেকেই মনে করছেন, তিনি কনাকে ইঙ্গিত করেই পোস্টটি দিয়েছেন। কারণ, তার পোস্টে কনার দেওয়া পোস্টের একটা লাইন ব্যবহার করা হয়েছে।

ন্যান্সি লিখেছেন, ‘জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয়- বাণীতে শেয়াল রানি।’

এদিকে ফেসবুকে এক দীর্ঘ পোস্টের শুরুতে কনা লিখেছেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা।’ এরপর তিনি তার বিচ্ছেদের বিস্তারিত জানান।

আরও পড়ুন

ন্যান্সির পোস্ট দেখে নেটিজেনরা ধরেই নিয়েছেন, কনাকেই শিয়াল রানি বলেছেন গায়িকা। এর আগে গত বছরের ১৪ জুলাই ফেসবুকে একটি শেয়ালের ছবি দিয়ে কনাকে ইশারা করেই আরেকটি পোস্ট দিয়েছিলেন ন্যান্সি৷ সেসময় ‘তুফান’ সিনেমায় কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’ গানটি তুমুল জনপ্রিয়তা পায় দুই বাংলায়।

২০০০ সাল থেকে নিয়মিত গান করে যাচ্ছেন কনা। ২০০৫ সালে গানের ভুবনে পা রাখেন ন্যান্সি। দুজনই জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন। বহু হিট-সুপারহিট গান উপহার দিয়ে কোটি ভক্তের মনে জায়গা করেছেন। তবে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব চলমান বলে চাউর আছে গানপাড়ায়। তবে কখনোই সেসব নিয়ে সরাসরি মুখ খোলেননি তারা।

কনার সঙ্গে বিরোধ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি ন্যান্সি। আর কনাও ন্যান্সির ফেসবুক স্ট্যাটাসের কোনো প্রতিক্রিয়া দেখাননি কখনো।

এমআই/এলআইএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।