কমলগঞ্জে এক তরুণীর বিষপানে আত্মহত্যা । Moulvibazar

0
9

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর এলাকায় এক তরুণী বিষপান করে আত্মহত্যা করেছে বলে । ২৮-০৬-২০২১ রোজ রোববার দুপুর বেলা তরুণী বিষপান করলে সোমবার রাতে সিলেট এর এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে বলে জানা যায় স্থানীয় সূত্রে ।

এলাকাবাসীদের কাছে কথা বললে জানা যায় , পৌরসভার খুশালপুর এলাকার এলাইছ খার মেয়ে হেপী আক্তার (২৮) দীর্ঘদিন ধরে বড় ভাই জাহাঙ্গীর মিয়ার স্ত্রী তানিয়ার সাথে মনোমালিন্য চলছিল । এ ঘটনার জের ধরে হেরা বিষপান করে ।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে না রেখে রেফার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পৌঁছালে হেপীকে ভর্তি করানো হয় । চিকিৎসাধীন অবস্থায় পরের দিন তরুণী মৃত্যু বরণ করে ।

থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান , এ বিষয়ে কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।