সিলেট -৩ আসনে উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ , জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন । দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব , জাতীয় পার্টি মনোনীত আতিকুর রহমান আতিক , স্বতন্ত্র হিসেবে শফি আহমেদ চৌধুরী ও জুনায়েদ মোহাম্মদ মিয়া আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন ।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ জুন মনোনয়নপত্র বাছাই ও ২৪ জুন প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন । এরপর ২৮ জুলাই হবে ভোটগ্রহণ ।
গেল ১১ মার্চ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট -৩ আসনটি শূন্য হয় ।