ভেঙে যাওয়া বাঁধ পরিদশনে গিয়ে খুলনার কয়রায় গ্রামবাসীর রোষানলে পড়েছেন স্থানীয় এমপি আকতারুজ্জামান বাবু। সকালে উপজেলার দশহালিয়া কপোতাক্ষ নদের ভাঙন পরিদর্শনে যান এমপি আকতারুজ্জামান।
এসময় কপোতাক্ষ নদের বাঁধ ভাঙনে স্বেচ্ছাশ্রমে কাজ করতে থাকা গ্রামবাসী তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা কাঁদা ছুড়তে থাকে। মিনিট পাঁচেক কাঁদা ছোড়ার একপর্যায়ে ট্রলারে নিয়ে এমপি ওই জায়গা ছেড়ে চলে যান।
গ্রামবাসীর অভিযোগ, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে মহারাজপুর ও বাগালী ইউনিয়নের অনন্ত ২০টি গ্রাম প্লাবিত হয়। বাধঁটি মেরামত না হওয়ায় জোয়ারে জনপদ তলিয়ে আছে। চার দিন ধরে গ্রাম্বাসীর স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে বাধঁ মেরামতের কাজ করলেও এমপির দেখা পান নি স্থানীয়রা।
এছাড়া দুর্যোগের পর থেকে এমপিকে পাশে না পাওয়ার অভিযোগও রয়েছে। তবে কাঁদা ছুড়ে মারার ঘটনাটি সত্য নয় বলে এমপি দাবি করেছে। যদিও চেয়ারম্যান এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।