বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড প্রায় তিন কোটি টাকার টোল আদায় হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে বুধবার ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পারাপার হয়েছে প্রায় ৫২ হাজার যানবাহন। এতে ২ কোটি ৯৯ লাখ টাকা টোল আদায় হয়েছে।
ঈদ যাত্রা ঘিরে গণপরিবহনের পাশাপাশি ট্রাক সহ অন্যান্য যানবাহনের চাপ বেড়েছে উত্তরের সড়কে। মোটরসাইকেলও চলছে। সব মিলিয়েই এই রেকর্দ।
এর আগে গত ২৪ ঘন্টায় ২ কোটি ৭৩ লাখ টাকা টোল আদায় হয়েছিল।