করোনায় প্রায় এক মাস ধরে বন্ধ লাউয়াছড়া উদ্যান । দর্শনার্থীর প্রবেশ না থাকায় নিজের মতো করে সেজেছে প্রকৃতি । নির্ভয়ে বিচরণ করছে প্রাণীরা । প্রাণ বৈচিত্র্যের এই বনকে তার প্রাকৃতিক রূপে ধরে রাখতে প্রতি বছর নির্দিষ্ট সময়ে মানুষের প্রবেশ বন্ধ রাখার অনুরোধ সংশ্লিষ্টদের । ঝি ঝি পোকা আর পশু-পাখিদের কোলাহলে মুখর লাউয়াছড়া উদ্যান ।
ছায়া ঢাকা পথে পরে আছে জারুলের ফুল । করোনায় বন্ধ দর্শনার্থী প্রবেশ । তাই নির্ভয়ে প্রাণীদের বিচরণ উদ্যান জুড়ে । পর্যটকদের আগমনে তাদের ব্যবহার করা যানবাহন ও হৈ হুল্লোড়ে লাউয়াছড়া উদ্যান হারিয়ে ফেলেছিল তার শান্ত নিবিড় পরিবেশ । এতে মুগ্ধ স্থানীয়রা ও । স্থানীয়দের সাথে কথা বললে জানা যায় , আগে যে স্থানগুলোতে পর্যটনরা চলাচল করতো এখন দর্শনার্থী না থাকায় । সেই স্থানগুলোতে এখন প্রাণীদের দেখা যায় ।
লকডাউনের ফলে যেরকম ঘরবন্দী হয়েছে মানুষ । প্রকৃতির প্রাণীরা ও বন্দী অবস্থা থেকে নতুন জীবন ফিরে পেয়েছে । পরিবেশ কর্মীরা বলছেন , প্রতিবছর যদি একটি নির্দিষ্ট সময়ের জন্য আমরা যদি পর্যটকদের আনাগোনা বন্ধ করতে পারি এবং এখানে রাস্তাঘাটের যানচলাচল বন্ধ বা সীমিত করতে পারি । তাহলে লাউড়াছড়া বাঁচানো সম্ভব । ১২৫০ হেক্টর ভূমি নিয়ে লাউড়াছড়া ১৯৯৬ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে সরকার ।