‘প্রচুর অফার পাচ্ছি, কিন্তু …’

0
3


সর্বশেষ ‘অন্তরা’ হয়ে পর্দায় হাজির হয়েছিলেন কাজী নওশাবা আহমেদ। নুহাশ হুমায়ূনের সিরিজ ‘২ষ’-এর ৩য় পর্ব ‘অন্তরা’য়। তারপর যেন গা ঢাকা দিয়েছেন তিনি! অ্যাকশন, কমেডি, রোমান্টিক – সব চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। তারপরও এভাবে লুকিয়ে থাকার কারণ কী?

সামাজিক কাজ, থিয়েটার আর সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন নওশাবা। নানান রকম কাজের প্রস্তাবও পাচ্ছেন। কিন্তু সেসব প্রস্তাব সন্তুষ্ট করতে পারছে না অভিনেত্রীকে। কাজ প্রসঙ্গে জানতে চাইলে নওশাবা জাগো নিউজকে বলেন, ‘প্রচুর অফার পাচ্ছি, কিন্তু অতিথি শিল্পী হিসেবে। একজন থিয়েটার আর্টিস্টের আয়ের উৎস অভিনয়। গেস্ট অ্যাপিয়ারেন্স করে কোনো সম্মানী পাওয়া যায় না। নিজেকে এতভাবে প্রমাণ করার পরও আমাকে নিয়ে যেন কেউ ভাবতেই পারছেন না। এটা নিশ্চয়ই আমার ব্যর্থতা! আমি এখন “জাতীয় গেস্ট আর্টিস্ট”।’

পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখায় সম্প্রতি আইসিডিডিআর,বি-এর বিশেষ সম্মাননা পেয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গত ১৯ জুন রাজধানীর মহাখালিতে আইসিডিডিআর,বির সাসাকাওয়া মিলনায়তনে অনুপ্রেরণাদায়ক পরিবেশবান্ধব উদ্যোগ এবং #ReEarthRebirth প্রচারণায় মনোনীত হিসেবে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। নওশাবা ছাড়াও সম্মাননা পেয়েছেন ‘হোপ ইন হার হ্যান্ডস’-এর উদ্যোক্তা মাহমুদ রহমান। মাসব্যাপী #ReEarthRebirth সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে ব্যক্তিগত পরিবেশবান্ধব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও শেয়ার করার জন্য নওশাবা, ইয়াসমিন আক্তার এবং আরকে সোহান। যৌথভাবে এ আয়োজন করেছিল এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ওয়াশ রিসার্চ গ্রুপ ও আইসিডিডিআর,বি।

বাংলাদেশ শিল্পীকল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে কাজ করছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। মঞ্চে সর্বশেষ তীরন্দাজ রেপার্টরি থিয়েটারের ‘কণ্ঠনালীতে সূর্য’ নাটকে অভিনয় করেছেন তিনি।

আরএমডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।