আবারো অগ্নিকান্ডের ঘটনা ঘটলো ভারতের কোভিড হাসপাতালে। গুজ্রাটের এইঘটনায় প্রাণ গেছে অন্তত ১৮ জনের। শনিবার ভোররাতে ভারুচ শহরে হাসপাতালের কোভিড ওয়ার্ডে এ আগুনের সূত্রপাত ঘটে। যা ছড়িয়ে পড়ে আইসিইউ কক্ষেও।
উদ্ধারকর্মীরা জানান, হাস্পাতালের নিচ তলায় লাগা আগুন ১ ঘন্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনেন তারা। কিন্তু তার আগেই দগ্ধ হয়ে এবং ধোঁয়ায় দম বন্ধ হয়ে ১২ জন রোগীর মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৬ জন। অন্তত অর্ধশত কর্মীকে উদ্ধার করতে সক্ষম হন দমকল কর্মীরা।
আগুনের কারণ এখনো জানা যায় নি। ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার পর গেল কয়েকদিনে বেশ কয়েকটি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটলো।