ফুরাল অক্সিজেন, সাগরেই বিলীন নাবিকদের জীবিত উদ্ধারের আশা | Indonesian Submarine

0
6
{"subsource":"done_button","uid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1619337109772","source":"other","origin":"gallery","source_sid":"C9DA6580-EF69-49DD-9F12-485E8AA23F6F_1619337109783"}

শেষ হয়ে গেল ইন্দোনেশিয়ার নিঁখোজ সাবমেরিনের ৫৩ নাবিক’কে জীবত উদ্ধারের আশা । শনিবার , ডুবো জাহাজটির ধ্বংসাশেষ পাওয়ার ঘোষণা দেন উদ্ধারকারীরা । এয়ারমার্শাল হাদি তিজাহজানতো জানান , শনাক্ত হওয়া ধ্বংসাশেষগুলো সাবমেরিনের সর্বশেষ অবস্থানের পাশেই পাওয়া গেছে । সেগুলো জ্বালানী ট্যাংকারের টুকরো । পরে তিনি বলেন , প্রচন্ড চাপে বিস্ফোরিত না হলে ধ্বংস হওয়ার কথা নয় ।

শনিবার সকালের মধ্যে ডুবোযানটির অক্সিজেনের মজুত শেষ হয়ে যাবার কথা । বুধবার বালু দ্বীপের কাছে টর্পেডো মহড়া চলাকালে ৪০ বছরের পুরোনো সাবমেরিন নিঁখোজ হয় । দু’হাজার ফুট গভীরে চলাচলের সক্ষমতা ছিল এটির ।

ধারণা করা হচ্ছে , ৩-৪ কিলোমিটার ড্রাইভের পর আর উঠতেই পারে নি ১৪’শ টন ওজনের সেই সাবমেরিনটি ।