দ্বিতীয় পরীক্ষায় ও খালেদা জিয়ার করোনা পজিটিভ | Khaleda Zia

0
8

দ্বিতীয় দফার পরীক্ষায় ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কোভিড পজেটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন তার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী । রাতে চিকিৎসক দল বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা দেখে এসে বিফ্রিংয়ে এ তথ্য জানান ।

এ সময় ডা. এফ এম সিদ্দিকী জানান , এখন ও কোভিড পজেটিভ নেগেটিভ না হলে ও খালেদা জিয়ার স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো । তবে রেজাল্ট আবার ও পজেটিভ আসায় কোভিড সংক্রান্ত কিছু পরীক্ষা – নিরীক্ষা করানোর প্রয়োজন রয়েছে । কয়েকদিনের মধ্যে এসবের পরীক্ষা করানো হবে ।

খালেদা জিয়াসহ বাসার আরো ৪ জনের দ্বিতীয় দফায় কোভিড পজেটিভ এসেছে বলে জানান তিনি । আগামী ৪-৫ দিনের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের আবার ও কোভিড পরীক্ষা করানো হবে বলে ও জানান তিনি ।