যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারক মনোনয়ন দিলেন জো বাইডেন | US Muslim Federal Judge

0
6

মার্কিন ইতিহাসে এই প্রথমবারের মতো ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন পেলেন একজন মুসলিম । বর্তমানে নিউ জার্সিতে ম্যাজিস্ট্রেট বিচারক হিসেবে কর্মরত রয়েছেন জাহিদ কোরাইশী নামের পাকিস্তানী বংশোদ্ভূত ওই ব্যক্তি । মঙ্গলবার এই মনোনয়ন দেন প্রেসিডেন জো বাইডেন ।সিনেটের অনুমোদন পেলেই নতুন পদে যোগ দেবেন কোরাইশী । ফেডারেল বিচারক পদে কয়েকজন কৃষ্ণাঙ্গ নারীকেও মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ।

এখন সিনেটের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে তাদের সবার মনোনয়ন । এক বিবৃতিতে বাইডেন বলেন , এই মনোনয়ন সামগ্রিকভাবে অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ব্যাপক বৈচিত্রকে প্রতিনিধিত্ব করছে , যা মার্কিন জাতিকে আরও শক্তিশালী করে তুলবে ।